ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি, ফ্রীল্যান্সার তৈরির জগতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সম্ভাবনাময় বাংলাদেশের বিপুল সংখ্যক জনসংখ্যা জনসম্পদে পরিনত করার লক্ষে ২০২১ সালে প্রতিষ্ঠানের সম্মানিত সিইও, সফল ফ্রীল্যান্সার জনাব দেলোয়ার সরকার এর হাত ধরে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। প্রতিভাবান যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি।
আপডেটেড কারিকুলাম ও মানসম্মত প্রশিক্ষণ প্রদ্ধতির মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করা। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আপডেটেড কারিকুলাম নিয়ে দক্ষ ও অভিজ্ঞ মেন্টরের মাধ্যমে সঠিক গাইডলাইন দিয়ে আমরা তৈরি করে চলেছি সফল ফ্রীল্যান্সার ও আইটি এক্সপার্ট।
'ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি'তে ক্লাস নিচ্ছেন উদিয়মান সফল ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটার যারা অল্প সময়ে অনলাইনে খ্যাতি অর্জন করেছেন।
অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সফলতার শীর্ষে থাকছে আমাদের শিক্ষার্থীরা।
বিশ্বের যেকোন জায়গা থেকে ইন্টারনেটযুক্ত কম্পিউটার কিংবা স্মার্টফোনের এর মাধ্যমে অনলাইনে ক্লাস করার সুযোগ রয়েছে।
সরাসরি ইন্সটিটিউটে এসে অফলাইন ব্যাচে ক্লাসরুমে বসে হাতে-কলমে শিখার সুযোগ।
হোমওয়ার্ক, মডেল টেস্ট, কুইজ, এসাইনমেন্ট এবং মাসিক পরিক্ষার ব্যবস্থাসহ দ্রুত শিখার সব অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ কোর্স কারিকুলাম।
নিয়মিত টিমওয়ার্ক, বায়ার হান্টিং অ্যান্ড রিপোর্টিং এর ব্যবস্থা।
কোর্স শেষে ফাইভার, আপওয়ার্কসহ অন্যান্য মার্কেটপ্লেস ও আউট অফ মার্কেটপ্লেস হতে বায়ার হান্টিং এর উপর স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস।
নির্ধারিত ক্লাসের বাইরেও এক্সট্রা ক্লাস সাপোর্ট, রিভিউ ও প্রবলেম সলভিং ক্লাস, জুমে লাইভ সাপোর্ট।
কাজ পাওয়া পর্যন্ত 'ডিজিটাল মার্কেটিং ইন্সটিটিউট বিডি' টীমের এক্সপার্টের তত্ত্বাবধান। কোর্স শেষে লাইফ-টাইম গ্রুপ সাপোর্ট।
শিক্ষার মান নিশ্চিত করার লক্ষে প্রতি মাসে একবার মাসিক পর্যালোচনা ক্লাসের ব্যবস্থা রয়েছে।
কোর্স শেষে স্টুডেন্টদের নিয়ে এজেন্সি গঠনের সকল দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান।
সফলভাবে কোর্স সমাপ্ত করলে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট প্রদান এবং পেইড ও ফ্রি ইন্টার্ণশিপ করার সুযোগ।
Digital Marketing Institute BD is a data-driven Digital Marketing training, consulting and skills sharing platform for Corporate, Professionals, Entrepreneurs and students in Bangladesh.
11/8/E Free School Street, Kathalbagan, Dhaka-1205
© Digital Marketing Institute BD - 2023, ALL RIGHTS RESERVED.
DEVELOPED BY DEVSTREAKS